বন্ধু তুমি। নীল আকাশে, শিস্ বাতাসে থাকবে যদ্দুর ।
মন আমার যায় ছুটে যায়, চাই ছুঁতে চাই অসীম তদ্দুর ।
বন্ধু তুমি। ঝাল দেখাবে, চোখ রাঙাবে, রাগবে যদ্দুর ।
মন আমার ঝাঁঝে-তাপে, অনুরাগে গলবে তদ্দুর ।
বন্ধু তুমি। দেশ-বিদেশে, দিগন্তে মিশে থাকই যদ্দুর ।
মন আমার পাড়ি দেবে আঁধার-আলো, মেঘলা কালো, তপ্ত রোদ্দুর ।
জানি মরুর বুকে সংযোজন হয়না সমুদ্দুর।
তবু মরুর বুকেই নাও ভাসাব। মরু হোক না নিষ্ঠুর ।