অল্প করে বাসলে ভাল - কি এমন হয়?  
আপন থেকে বিন্দুসম বিলিয়ে দিলে,
বিন্দু মিলে সিন্ধু গড়ে ছড়িয়ে দিলে বিশ্বময়,
কি এমন হয়?

ভাণ্ডারেতো অনেক জমা । জমছে আরও অনেকখানি।
“যকের ধন”- আগলে রাখা ভালই আমরা জানি।
পড়শি বাসী দীন দুঃখীদের কখন ক্ষুধা পায়!
জঠর জ্বালায় আগুন জ্বলে, উনুন জ্বলে নাই।
অল্প করে বিলিয়ে দিলে কি এমন হয়?
জঠর জ্বালা জুড়িয়ে যায় সারা বিশ্বময়।

অনেকখানি দখল করি। আমার আইলচোরা কারবার।
ভাইয়ের সাথেই রক্তক্ষয়ী যুদ্ধ বারংবার ।
প্রান্তিক কোন কিষাণ ভাইয়ের একটুও কিছু নাই।
নাঙল ঠেলার মুষ্টি আছে, এক মুঠো ভাত নাই।
অল্প মাটি তাকেও দিলে কি এমন হয়?
যুদ্ধ, ক্ষুধা, রক্তলীলা কমবে বিশ্বময়।
অল্প করে বাসলে ভাল - কি এমন হয়?