এ স্বাধীনতা তোদের নয়।
গণতন্ত্র তোদের নয়, দেশের কিছুই তোদের নয়।
হাত পেতে তুই থাকবি চেয়ে। থাকবি তোরা বন্দী হয়ে।
বাহির হলে পেটের দায়ে, অগ্নী বোমায় ঝলসে যাবি
বাপ-পুতে আর মায়ে-ঝিয়ে।
এ স্বাধীনতায় ওদের জয়।
স্বাধীন হওয়ায় যাদের ভয়। মুক্তি ধরে করত ক্ষয়।
সে-যে মস্ত বড় কূট আঁকিয়ে।
প্রাণ হরণে হানবে আঘাত – থাকবি যখন স্বাধীনমনা সত্ত্বা নিয়ে।
এ স্বাধীনতা তোদের নয়।
গণতন্ত্র তোদের নয়, দেশের কিছুই তোদের নয়।
মহামান্য বিচারপতি, হচ্ছে যখন এমনটি!
কসম্ করে বলছি জনাব, “এমন দেশটি আমার নয়”।