এবার বৈশাখে পড়ো সিমন্তে সিঁদুর। হাতে শংখ শাঁখা জোড়া।
গেল বৈশাখ কত ছুটোছুটি, দুরন্তপনা। হাতে হাত ধরা।

এখন তুমি একবিংশ। আমার এখন সাতাশ।
এ বৈশাখে পুরিবে স্বপন, পুরিবে সকল আশ।

চৈত্র শেষে দুয়ারে জুড়েছে বরনীয় যুগল ঘোড়া।
এবার বৈশাখে পড়ো সিমন্তে সিঁদুর। হাতে শংখ শাঁখা জোড়া।

গেল বৈশাখ কত আজও দুরান্তরে দু’জনার বাস।
এ বৈশাখে হইও রাতের চন্দ্র। আমি যে রাতের আকাশ।

এখনও রয়েছ কেন আলোহীনা ওগো চাঁদ
আকাশের গলায় পড়িয়ে এমন আধাঁরের ফাঁদ ?

আর বৈশাখে আকাশকে মানায় কি-গো চন্দ্র ছাড়া ?
এবার বৈশাখে আকাশের গায়ে চন্দ্র আকাশ গাঁট-ছড়া।

গেল বৈশাখ কত ছুটোছুটি, দুরন্তপনা। হাতে হাত ধরা।
এবার বৈশাখে পড়ো সিমন্তে সিঁদুর। হাতে শংখ শাঁখা জোড়া।

*( সরষে ইলিশ, গরম ভাত
অথবা ইলিশ ভাজা পান্তা ভাত
যেটাই বেশী ভালবাস তার ও চেয়ে
অধিক শুভেচ্ছা “বাংলা নববর্ষের”  )