তার মত কেউ হবে না।
তারকামন্ডলীর ঝুলি থেকে
শুক, ধ্রুব কিংবা সপ্তর্ষি
যাকেই নামিয়ে ধরণীতে আন না,
তার মত কেউ হবে না।

পুষ্পকাননের যত না ফুল
গোলাপ, গাঁদা, ভোরের বকুল,
রজনীগন্ধা কিংবা শিমুল ।
যাকেই তুলে খোঁপায় গোঁজনা
তার মত কেউ হবে না।

বনে বনে কত না পাখি
শালিক, দোয়েল, কোয়েল,
ঝুঁটিটিয়া কিংবা চন্দনা ।
যাকেই এনে হৃদয় খাঁচায় পোষনা
তার মত কেউ হবে না।

শুক, ধ্রুব , সপ্তর্ষি,
শিমুল, বকুল, রজনীগন্ধা,
শালিক, দোয়েল কিংবা চন্দনা।
জগতের যা কিছুর সাথেই
তুলনা তার আমি করিনা ।
তার মত কিছুতেই পাইনা।
তার মত কেউ হবে না।