হাঁটছি। আমি হাঁটছি এই ঘিঞ্জি শহরে।
হন্ত-দন্ত চলেছে মানুষ। ছুটেছে শহর।
চিরচেনা রূপে ফিরেছে আবার- পুরনো নগর।
ফুটপাথে হাঁকছে হকার –
বেচে দেবে শীতের পোষাক সব সস্তা দরে।
হাঁটছি! আমি হাঁটছি এই ঘিঞ্জি শহরে।
যানবাহনে বাদুর ঝোলা ঝুলছে –
ব্যস্ত সমস্ত যাত্রী।
অবেলাতেই ছুটেছে লাখো –
রুটিন পাল্টানো পরীক্ষার্থী।
গৃহিণী ছুটছে বাজারে – হাতে নিয়ে থলি।
বাড়তি কিছু আয় করে নেবে আজ
মুটে, মজুর, কুলি।
আজ বড় ভাল দিন –
হবেনা কেউ আজ রাজনিতীর বলি –
যুগল বন্দীরা সাহসী সেলিম-আনার কলি।
ঝলসে মরবে না আজ –
নাহিদ-মুনির-মন্টু দাসেরা।
বড় সৌভাগ্য-
ছুটি নিয়ে ঘুমুচ্ছে তুরুপের তাসেরা
গো-বেচারা মানুষগুলো
আজ বেশ মুক্ত।
ফুটবেনা ককটেল, জ্বলবেনা পেট্রোল,
ঝড়বেনা রক্ত।
অবরোধকারীরা, বড় দয়া করে,
দিয়েছেন বিরতি এ বেলার তরে।
শিমুল বসন্ত নয়,
এলো এ কোন বারুদি বসন্তরে !
মুক্ত বিকেলে তাই হাঁটছি ,
আমি হাঁটছি এই ঘিঞ্জি শহরে।