যখন সবুজ ঘাসে নীহারের মতিমালা হাসে
ভোরের আলোকমালা নিশুতি ভেঙে বেরিয়ে আসে।
তখন তোমাকে ছোঁবার ভাবনা-সাধনা-আশা
ঝোড়ো হাওয়া হয়ে ভেসে আসে ।
তখন এসো প্রভাতের স্নিগ্ধা মনস্বিনী ।
মনের আঙনে এসো । এসো ভালবেসে ।
সোনালী সকাল গায়ে মেখে এসো নীহারিকা সেজে ।
তখন শিশির স্নাত দূর্বাঘাসের পরশে-
চরণ ভিজিয়ে এসো সাগরিকা-নেচে নেচে ।
তখন আমাকে পথে রেখে
যেওনা কাউকে কথা দিতে ।
মালা বদলের মালাটি,
আজও না বলা কথাটি নিয়ে এসো দেখা দিতে ।
এসো । এসো প্রেমেতে ভেসে ভেসে ।
এসো ভালবেসে ।