সেদিন দেখিলাম
শরৎ-এর ভোরে
ঘন কাশবনের একটু দূরে।
এক বুনোফল
বৃক্ষের তলে
মানুষের জটলা সাত সকালে।
কাশবন ভেঙ্গে
বনবীথিকা ধরে
পদচালনা ভারী মন্থরে ।
সাদা কাশবন
সাদা সাদা সব
কাছে গিয়ে শুনি মৃদু কলরব।
সাদা সাদা মেঘ
আকাশে চলে
সাদা কাশফুল বাতাসে দোলে।
মৌন মিছিল
বাক্যহারা
মৌন সবাই কাশবন ছাড়া।
মৌনতা ভেঙ্গে
হু-হু কান্না
শোয়ান হল কার শবদেহ খানা?
দেখিলাম, মাটির এক ঘরেতে
মানব দাফন।
ঠিক যেন কুঁড়ে ঘরে সাদা কাশবন।