লাল ফিতা নীল চুড়ী
উড়ছিল আকাশে তার চিত্রল ঘুড়ি।
উড়ছিল মন আর বাড়ন্ত যৌবন।
ঘুড়ি হয়ে উড়ছিল ফুটন্ত মৌবন।

মৌবনে নাড়া দিল কেউ একজনা।
সেইজনা থেকে থেকে করে আনমনা।
উড়া ঘুড়ি লাটাইয়ে গুটোতে হবে
মনঘুড়ি সেজনার প্রাণে পশিবে।

কাল হল যৌবন – একাত্তর সনে
বিজাতি হানাদার হানিল মৌবনে।
সূত ছিঁড়ে কেটে গেল সাদাকাল ঘুড়ি
ফিকে হল লাল ফিতা- চূড় নীল চুড়ি।

কলুষ ভ্রূণ ফেলে যদিও শুদ্ধ হল
বধূ সাজা আশ তার ভূমিতে লুটাল।
হতভাগী নিলুফার একটাই পাওয়া
পরাধীন মাটিটার স্বাধীনতা চাওয়া।

নীলুফা – নামটা সবাই ভুলেই গেল।
কলঙ্কিনির বয়স আজ ষাট পেড়োলো।
কেউ কেউ ডাকল বটে – নারী বীরঙ্গনা।
ভোট কর নোট কর। শোননা কান্না !