হৃদে গ্রহণ লেগেছে।
চন্দ্রে সূর্যে যেমন করে অন্য গ্রহের গ্রহণ লাগে,
তেমন করে উভয় হৃদে গ্রহণ লেগেছে ।
হৃদে গ্রহণ লেগেছে।
ক’দিন থেকে বেণী কষে,বাঁকা ঠোঁটে মুচকি হেসে-
বলতে কিছু চাও!
তোমায় যারা ভাল চেনে বলছে তারা অনুমানে-
ঐ ছেলেটি এই মেয়েটির মনে ধরেছে।
হৃদে গ্রহণ লেগেছে।
ক’দিন থেকে চোখাচোখি,চোখ রাখতে ব্যকুল থাকি-
চলতে ভুলে যাই!
আমায় যারা ভাল চেনে বলছে তারা অনুমানে-
ঐ মেয়েটি এই ছেলেটির মনে ধরেছে।
হৃদে গ্রহণ লেগেছে।
ছাড়লে গ্রহণ, ছুটলে গ্রহণ-
চন্দ্র সূর্য বাঁচে।
দুই হৃদয়ের ছাড়লে গ্রহণ হৃদ বুঝি না বাঁচে।
এই হৃদয়ে আর হৃদয়ের গ্রহণ লেগেছে ,
আর হৃদয়ে এই হৃদয়ের গ্রহণ লেগেছে।
হৃদে গ্রহণ লেগেছে।