দেখেছিলাম ছেলেবেলায়- মালতি ঘর কেটে খাপড়া ফেলে
এক পায়ে নেচে নেচে- এক্কা-দোক্কা খেলে।
মালতি আমার ছিল খেলার সাথী।
সারাদিন ছুটোছুটি,হুটোপুটি- আমি মালতি।
কখনো সাঁতরে ঘাটে পদ্ম তোলা,
ছদ্মবেশে রাজা রানীর ‘রাজ্য রাজ্য’ খেলা।
আজ আমিও বয়সে বড়। বড় মালতি।
মালতি দেশেই থাকে- আমি বিলেতি।
শুনেছি মালতির এখন ডান পা টা কাটা।
জখম করেছিল- অসভ্য মাতাল পতিটা।
আরও শুনি- মালতির আঁখি টল-টল,
ভাসে না কোন পদ্ম ভাসে শুধু জল।
তবুও যায়নি কোথাও মালতি পতিধন ফেলে।
এক পায়ে নেচে নেচে- সংসারে এক্কা-দোক্কা খেলে।