কোন কোন ভালবাসা
চিরঞ্জীবী কোমল পুষ্প্ভূষণ হয়।
কোন ভালবাসার পুষ্প
ক’দিনেই কোমলতা হারিয়ে কন্টকময়।
ভেসে ভেসে কিছু মেঘ
বারেবারে মায়াময়ী শশীকে ছুঁয়ে যায়।
কিছু মেঘ ভেসে ভেসে
বরিষণ বারীধারার কান্না ঝড়ায়।
ডালে ডালে উড়ে উড়ে
কোন বিহঙ্গ মৃদঙ্গ ঝংকারে তোলে সুরের মূর্ছনা।
কোন পাখি লুটিয়ে পড়ে
বুকে গেঁথে শিকারীর শানিত তীরের যন্ত্রনা।
ঘুম কাড়া রাতগুলো
ক্লান্তি অবসাদের শত ভার চাপিয়ে দিয়ে যায়।
কোন নিদ্রাহীন যামিনী
সুবাসিত, সুমধুর চিরস্বরনীয় স্মৃতির পাতায়।
বাহারী ফুল কত ঝড়ে ঝড়ে
সারি সারি রঙিন গালিচা বিছায় বাগিচায়।
কিছু কিছু তুলে তার
কেউ কেউ যতনে কখনো কখনো কবরী সাজায়।
সারাটা রজনী ধরে
কতনা আরও ফুল জোছনা আর শিশিরে ভেজে।
একই কোন মধু রাতে
কিছু ফুল ভাগ্যবশে কারো ফুলশয্যায় সাক্ষী সাজে ।
নিয়ত নিশি শেষে
আর এক ভোরে আসে, নিয়ে আলো ঝিকমিক ।
রজনী পোহালেও
কারো কারো ভোরে কখনো কখনো আঁধার চারিদিক।