কুঁড়ি ফুল হয়ে ফোটার ভোরে
ভ্রমরকে বলেছিল,
আমার রূপে কাঁটাও আছে।
ভ্রমর বলেছিল,
কৃচ্ছ্র সাধন জ্বালায় জ্বলেছি,
কাঁটার জ্বালাও সইব।
আমি জ্বলবো।
প্রদীপ শিখা
সলতে হয়ে জ্বলতে জ্বলতে
পতঙ্গকে বলেছিল,
আমার আলোতে আগুন আছে।
পতঙ্গ বলেছিল,
অগ্নিবর্ষণে উড়ে পুড়ে দেখেছি
তোমার আগুনে পুড়ে মরবো।
আমি পুড়বো।
সাগর বিশাল তাই
নদীকে বলেছিল,
থাকো যতই জোয়ারে বা ভাটায়
নাম হারা হয়ে
আমার ধারাতেই তোমার ধারা এসে ফুরায়।
নদী বলেছিল,
নাম হারা হতে লাজ নাই
সাগরের প্রেমেই বহি স্রোতধারায়।
তোমাতেই বিলীনে নিজেকে ফুরাব।
আমি ফুরাব।
আমি বলেছি,
তোমার প্রেমেই জ্বলেছি।
জ্বলবো, পুড়বো ।
নাম হারা হয়ে ফুরাব।
তবু হবো নিরবধি
ভ্রমর, পতঙ্গ, নদী ।