আকাশ নিজেকে সাজায়
নিয়ে যত আছে তার নীল।
তারই রঙ চুরি করে
দিব্যি সাজে সাগর, নদী, বিল।
ভাগ্য কত ভালো ওরে
সাগর, নদী তোর ।
আমি চুরি করলে
আমার জাত বংশ চোর।
প্রেম করলো কৃষ্ণ রাধা
দোষটা হলো বাঁশির।
আমার প্রেমের দায়ে -
হুকুম হলো ফাঁসির।
দিনমণি তুই তাপ ছড়ালে
তাকে বলে রৌশন ।
আমার তাপের ছোঁয়ার নাম
শাসন শোষণ।
নিশিতে শশীর আলোর
নাম চাঁদনী।
আমার আলোতে কারো রাতের
কালো কাটেনি।
আমি সাদা হলে তুমিই বলো
বড্ড বর্ণচোরা।
সাদা তোমার হিয়ায় লুকোনো
মিথ্যা প্রেমের শানিত ছোরা ।
চাইলে হতে রঙিন আমি
হতচ্ছাড়ার ময়ূরপুচ্ছ সাজ।
তোদের রাঙ্গা ঠোঁটের নাচন
আহা! জলসা ঘরের নাচ।
লিখলেই তোদের কবিতা হয়
আমি লিখলে হিজিবিজি।
পান্ডুলিপি খাচ্ছে উঁইয়ে
বৃথাই, একটি কবিতা খুঁজি!