দেশ বিভাগটা না হলে
অসিত কাকার ছোট মেয়ে
বীণা সেন আমার হত
এতদিনে হয়তো বীনা
এই সংসারে মানিয়ে নিতো ।
অসিত কাকার বাড়ী ছিল
আমার বাড়ীর গা-ঘেঁষে ।
বিকেল হলেই আসতো বীণা
ফিরত সেই সন্ধ্যা শেষে ।
দেশ বিভাগটা না হলে
সেন পরিবার হতো নাকো ভিনদেশী
বীনার-আমার প্রথম প্রেম টিকেই যেত
আসতো নাকো অন্য কোন উর্বশী ।
দেশ বিভাগটা না হলে
কি-বা ক্ষতি লাভটাই কি ?
বলতো না কেউ বলছে যেমন
রবি বাবু কাদের কবি ?
বিশাল এক মানচিত্রে
শোভা পেত দুখুর ছবি ।
কাদের এত মাথা ব্যথা ?
লক্ষ্য ছিল কি ?
দেশ বিভাগটা না হলে
লাভ ক্ষতিটা কি ?