নির্ভয়
বল, কভু নাহি ভয়, নাহি ভয়,
আসিতেছে মহা মানব, আসিতেছে মানব প্রেমিক,
আসিতেছে কল্যাণ ময়! আসিবে চির সুষম ধ্রুব জয়।
বল, বাঙালীর নাহি ভয়, বাঙ্গালীর সত্য জয়,
বল, বাঙ্গালীর এ বাংলা মাতৃভূিম মঙ্গলময়।
উঠাও প্রান রোমাঞ্চ লাগে,
লড়াও দেহ সাম্যর বলে।
কাপুক সমুদ্র
তরঙ্গে বিন্দ,
হিমাদ্রি দুলা হিন্দোলে,
চুর্ণ বিশ্ব মহান্দে।
মৃদিত হোক নির্যাতন
খোল নব্য সখ্য প্রাক্তন।
বাজাও আত্ম ইন্দ্রীয়র,
মেধ্য আকর্ষ ধারন।
উঠিবে মায়ায়,
পথের পায়
খোজিয়া নিখিল শান্তি
উটিল রে বাংলায়।
প্রেরক- মনজু আহমদ