আস সবাই গড়তে যাই, সে এক জাতীল প্রগুণের শাখা,
বাঙালী মায়ের, বাঙালী পিতার বিশ্ব প্রেমের রেখা।
ছাড়িয়া জীবন ও সংসার, খোজিল জাতীর নিস্তার,
বিরোচন প্রতীরে লুটিয়া আহবে পড়িয়া তুলিল সে বেশ।
সে যে শহীদের প্রিয়, সে অমরের প্রিয়, সেই সকলের প্রিয়,
সে ভালবাসার এক বাংলাদেশ।
খন্ডিত বাংলার বাণী
বাংলার বাণী কবিতাটি কবি মোহাম্মদ নুরুজ্জামান সাহেবের বহ্নিগিরি বইয়ের অন্তর্গত অন্যতম একটি কবিতা। এ কবিতাটি অনেক লম্বা। যেহেতু লেখক একজন কবি ও রাষ্ট্রবিজ্ঞানী সেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ধারনায় ও ছন্দের সুষম মিলনে এ কবিতাটি রচনা করেছে। আসরের বন্ধুগন অতি দুঃখের সাথে বলছি যে, সময়ের অভাবে এ কবিতাটি সম্পূর্ন দিতে পারছি না। অখান থেকে খন্ডিত আকারে দেয়া হবে। আপনারা যারা পাঠ,মন্তব্য করে আমাকে অনেক উৎসাহিত ও আনন্দিত করেছেন সবাইকে অনেক ধন্যবাদ।
ইতি প্রেরক- মনজু আহমদ