করছে শাসন মরছে মানুষ
ক্রমান্বয়ে করছে বিলোপ!
অবৈধের ভীম যে স্বভাব
হবে বিশ্বে অবসাদ!
উঠ-রে ও ভাই, রক্ত মাখা
অঙ্গ নাড়াও রক্ত রাঙ্গা,
লোহার শিকল , কর বিকল ।
অরন্য কষের নিত্য দল,
না লাড়িয়ে লুটবে সবাই,
ভীম স্বরের পায়ের তল!!
করছে বধ, মানুষের খর্ব সব,
দুর্নিতী, অবৈধ, অবিধেয় হোক,
এই শাসন বিলােপ!
মরার দেশ, উঠবে বেশ,
শান্ত বাংলার হবে লোক!
এ - সংকট তিমিরের কাটা,
কর না এ সময় আকুল, কভু নহে সে দুস্কর,
তরন্যের গিরি উর্দ্ব তুল্য মাথা!
খোজিয়া আবার আলো আনিব,
সে যৌবন উৎসর সত্তা!
প্রেরক- মনজু আহমদ