বাঙালীরাই বাংলা বাংলাদেশই বাঙালী
সবাই মোরা এক জাতি সাম্যের বাঙালী
এ জাতি আমার, এ জাতি তোমার, এ জাতি মহা মানবের
এ জাতির জ্ঞান, এ দেশের বিধান, এ জাতি বিশ্ব জননীর বেশ।
এ জাতির প্রান মানুষের কল্যান, এ জাতির পরস্পর মমতা সিন্ধু হেন
আস এ জাতির শান্ত বিধি গড়তে ফের যাই মিলে সবাই ।
সে যে তোমার প্রিয়, সে আমার প্রিয়, সে্ই সকল প্রানের প্রিয়,
সে অদম্য বাঙালীর বাংলাদেশ।
যতক্ষন বাঙালীর ঐক্য, বাঙালীর আত্মবল, বাঙালীর সামাজিক বিধি,
বাঙালীর শ্রৎ, বাঙালীর জ্ঞান, বাঙালীর দৈহিক, বাঙালীর সত্য,
বাঙালীর বিশ্বাস, বাঙালীর পরস্পর বাংলা মন, বাঙালীর সে নর-নারীর মর্যাদা,
বাঙালীর পরস্পর বাৎসল্য থাকবো।
ততক্ষন মোরা বাঙালী জিতবো, ততক্ষন বাঙালী শান্ত থাকবো।
যতক্ষন বাঙালীর সূর্য, বাঙালীর চন্দ্র, বাঙালীর আকাশে ফুটব,
ততক্ষন বাঙালীর গোরব থাকব, ততক্ষন বাঙালীর বাংলা থাকব
বাঙালীর ততক্ষন গনতন্ত্র থাকব।
এ দেশের দুনির্তী, উচ্ছৃঙ্খল অমষ্ঠি আমাদের প্রান রক্ষার জন্য।
এ দেশের সম্ভাষর আমাদের সম্ভাষন, এ দেশের উচ্ছৃঙ্খল বাঙালীর অবসাদ।
এ দেশে অবৈধ শাসন, ধর্মে আঘাত, আইন যাপিত মোদের পুলকিত স্থিত।


প্রেরক- মনজু আহমদ