পর্ব- ১...
প্রত্যেহ উঠে এক মার্তনত্ত এ আকাশে
আসিবে সুশাসক, সুনৃপ, এ বাংলাতে
তমসে ভিবা নেহারয় সে এক চন্দ্র
জাগিবে এ বাংলায় সাম্য বিধিত্রান যথার্থ।
অনুগ্রহঃ
আজ বাংলার ললাটে বেলেলার কালি ম্রক্ষন করে, এ বাঙালী
জাতির মাঝে বাঙালীকে অবৈধ শাসেন নির্যাতন, দুর্নিতীর প্রহ্নত আনে
ঐ ষোল কোটি মানবের স্বাধীবতা, ন্যায্য, খাদ্য কেড়ে খায় যারা- হে প্রভু আমার আত্নবলে ও মোর শোনিতে লিখে দাও তাদের প্রকৃতি সর্বহারা।
এ দেশ আমার এ দেশ তোমার এ দেশ সকলের
এ জাতির জ্ঞান এ দেশের বিধান এ দেশ সব মানুষের
এ দেশ সর্ব মানুষের ন্যায়, এ দেশের আইন সর্ব সাম্য তুল্যের।
এ দেশ অন্যায়ের বিদ্রোহী এ দেশ শোষনের বিদ্রোহী, এ দেশ সকলের
প্রিয়,
আস সবাই গড়তে যাই সে এক বাঙালী জাতির দেশ।
সে যে তোমার আশা সকল প্রানের ভালবাসা,
সে এক জাতির ঐদার্যর বাংলাদেশ
প্রেরক- মনজু আহমদ