রাধিকার অঙ্গে অঙ্গে বিরাজ তুমি ,
তুমি শ্রীনন্দন ,,
দেবকী মাতার সৃষ্ট তুমি ,
ওগো দেবকিনন্দন ॥
দেখাও লীলা যশোদা মায়েরে ,
আমার যশোদা বৎসলা ,,
নাগছত্র বাসুদেব করে রক্ষা ,
তোমায় গোবিন্দ গোপালা ॥
যোগমায়ার সহোদর জানি ,
হে মুরারী ॥
পুতনাজীবীতহরা তুমি ,
নীলাভ দুগ্ধপানকারী ॥
বলরাম প্রিয় তব ,
সর্বজন প্রাণ মথুরানাথ ।
গোবর্ধনধারী তুমি ,
সংকট ত্রাতা হে প্রাণনাথ ॥
গোপিনী সনে ক্রীড়া করো ,
গোপা গোপীস্বর ।
মাতৃ প্রেমের বাঁধনে ,
বন্দী ওগো হে দামোদর ॥
বংশী সুরে মাতাল ভুবন,
প্রেমিক মুরলীধর ।
যুগে যুগে চেতনা হরণকারী ,
লও প্রাণ হে মনোহর ॥
হরে কৃষ্ণ , হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ,,
হরে রাম , হরে রাম , রাম রাম হরে হরে ॥