আজ আমি নিজের গল্প শোনাবো ,নিজের মত করে ,,
সাজিয়ে দেব আমার সব অলংকার, গল্প কথার ছলে।।
চীর সবুজ আমার গায়ের রঙ , মাথায় পর্বত চুড়ার মুকুট ,,
ঘন নীল কেশরাশি নদী , চঞ্চল কন্যার পায়ে গোলাপের নূপুর ॥
মিষ্টি আপেলের গন্ধে ভরে যায় শ্রী নগরের বাতাস ,,
ডাল লেকের জলে নিজের রূপে ভাসে, আমার মেঘ বালিকার আকাশ ॥
গুলমার্গের সাদা তুষারে আমি শান্তির ছবি আঁকি ,
আমার মধ্যে থাকা মানুষগুলোর মনে ছিলনা কোনো ফাঁকি ॥
হটাৎ কেন তুমি এসে লাগালে আগুন বুকে ,,
ভালোবাসার গন্ডি কাটা কার্গিল ভাসে রক্তের স্রোতে ॥
হাঁসি লুকায় , আনন্দ লুকায় ,লুকায় খিদে পেটে ,
রাত্রী দিন কাটায় মানুষগুলো মিথ্যে স্বপ্নের রাস্তায় হেঁটে ॥
রক্ত ,বন্দুক ,গুলি-গোলা , করে উলঙ্গ আমার সাজ সজ্জা ,,
নিরাবরণ মাতৃদেহে লুকাই সন্তান , আমার নাহি লজ্জা ॥
মোমবাতির মরা মিছিলে ,মিথ্যে খুঁজি বাঁচার আশা ,
পুলওয়ামার সেই পুত্র শোক পাওয়া মায়ের চোখের জলে, মেটে কি তোমার মৃত্যু খেলার নেশা ?
বাঁচতে চাই , নিশ্বাস নিতে দাও ,
আমি মিষ্টান্ন নই ,যে তোমরা আমার ভাগ পেতে চাও ,,
আমার শরীর ধরিত্রী , আমি কাশ্মীর, তার গর্ভ ,,
আমার সন্তান তোমরা , কেনো নষ্ট করো নিজের মায়ের গর্ব ॥