রাত চুপ করে থাকে ,
প্রতি মুহূর্তের অন্তর্জলীর সাথে বাড়ে তার গাঢ়ত্ব ।
ফুলের দিন ফুরায় ,,
মৃত্যু কোলে ঢলে পড়ে তার ক্ষণিকের শরীর ।।
চাঁদ প্রস্তুত হয় তার কালিমা লুকাতে ,
অন্যের মেকি আলোয় সাজায় নিজের ঔজ্জ্বল্য।
হাওয়া বাঁধনহীন ঘোড়ার মতো ,
ছুটে চলে কোন গন্তব্যহীন উদ্দেশ্যে ।
মন নেই, মানব নেই ,,
মাস হীন কঙ্কালে তাই প্রেমও নেই ॥
একাকীত্বে ডোবা কলম ,
গ্লানির আঁচড় কাটে কাগজের মৃতদেহে ।
তারার নিভু নিভু প্রদীপ,
উৎকণ্ঠা ভরে অশনি ইঙ্গিত দেয় ।
নিজের সাথে নিজের কথার নৌকো ,
খেই হারায় মাঝে মাঝে চোরা স্রোতে ॥
ভুল দিয়ে গাঁথা মালা নিজের কন্ঠে চেপে ,,
ফাঁস লাগাই না জানি কখন আনমনে ।
একা জেগে থাকা এই কালো শহর বলে ওঠে ,
চেয়ে দেখো আমি যেন কারো নয় ,,
তবুও শুনি হাওয়া একা কথা কয় ॥