চিঠি , কিছু কাগজ কলমে লেখা
মনের গোপন আলাপচারিতা,
কিছু প্রিয় , অপ্রিয় সত্যের ,
গুছানো প্রতিকৃতি ।
কখনো শুধুই মিথ্যে আশার ক্ষণিক সান্ত্বনা ॥
প্রেমের বিলাপ চারিতায় ,
ক্ষত বিক্ষত বক্ষদেশ ।
অশ্রু বিন্দুতে সিক্ত অস্পষ্ট অক্ষর ,
কখনো আগমনের বার্তা ,
তো কখনো বিদায় বেলার আবৃত্তি ॥
রাতের চাঁদ আর ভোরের গোলাপের সুবাস মাখা ,
যুগলের কাল্পনিক অনুভূতি ।
দূরদেশ হতে আসা সন্তানের ,
মঙ্গল কামনারত মায়ের দীর্ঘশ্বাস ॥
যুদ্ধ জয়ের পরিকল্পনা ব্যস্ত স্বামীর
নব বধূর প্রতি প্রেমের আভাস ।
কখনো উদ্বেগ ভরা যুবকের মনে ,
শান্তির ঢেউ তোলা কর্মক্ষেত্রের ডাক ॥
দীর্ঘ প্রতীক্ষা , প্রতিবাদের পর
বিচারকের স্বস্তির বিচারের বানীমালা ॥
রাগ, অনুরাগ ,প্রেম, স্নেহ ,
হাজার অনুভূতির মেলবন্ধন ।
চিঠি , কিছু কাগজ কলমে লেখা ,
মনের জানালায় একমুঠো খোলা হওয়ার আগমন ॥