ক্লান্ত ,আমি বড্ড  ক্লান্ত আজ ,,
ক্লান্তি ধীরে ধীরে গ্রাস করছে
আমার শরীর , আমার মন ॥
বিশ্রাম চায়  জীবন , জীবনের কাছ হতে ॥
আমি সন্তান হিসাবে ক্লান্ত ,,
আমার সারা শরীর জুড়ে জন্মাচ্ছে  
অন্যের আকাঙ্ক্ষার আগাছা ॥
আমি পুরুষ হিসাবে ক্লান্ত ,,
না চাওয়া দায়িত্বের বোঝা নুইয়ে ধরেছে মাথা ॥
আমি ক্লান্ত নারী হিসাবে ,,
ভাঙতে ভাঙতে সমাজের হাজারও বাধা ॥
আমি ক্লান্ত এক মানুষ হিসাবে ,
মিথ্যে পৃথিবীর মাঝে একা দাঁড়িয়ে থাকা ॥
কত মানুষ আসে-যায় ,
সম্পর্ক গড়ে ,ভাংগে নিজের আঙিনায় ,,
সদা চলমান এ শহরে ,, আমি স্থির ধ্রুব তারা ॥
ক্লান্তি তুমি আমায় বিশ্রাম দাও ,
ভালোবাসতে দাও নিজেকে ,,
নিজের জন্য ঘড়ির কাঁটা ঘুরতে দাও ,
শুয়ে থাকো জড়িয়ে ধরে ,ক্লান্ত আমাকে ॥