বাঁচার নেশা ভুলতে চলেছি,
বাঁচবো বলে তাই ,,
পিচগলা রোদ্দুর মাখা, পৃথিবীর বলিরেখা ধরে ছুটে চলা ,
আগুন পাখি আজ কই ?
প্রিয়তমার চোখে কালি লেপা ,
অশ্রুবিন্দুতে বাতাসিয়া ,,
প্রেমেপড়া ফিঙে পাখির ,
ঘর পোড়া পরকীয়া ॥
পাহাড়ের ঢাল বেয়ে ,
যে নদী যায় বয়ে ,
স্মৃতির সাথে রক্ত মাখা ,
পাথুরে খাত যায়ে ক্ষয়ে ॥
আসে রুবি রায় , আসে শ্রীকান্ত ,
ধোঁয়া টানা তরুণের দিবাস্বপ্নে ,,
দেশ চালানোর দিন ফুরায় ,
উলঙ্গ হয় মুখোশ অনেক , কবির লেখার আগুনে ॥
ঘোর লাগে , ঘোর কাটে ,,
খালি বোতল রাত জাগে ,,
লাল পতাকার সেলামির মাঝে ,
সমাজ তোমার বন্য ছোঁয়া লাগে ॥