দেখা হয়েছিল সেদিন শ্রাবণে ,
তুমি সেদিনও হাত ধরে দাঁড়িয়ে ছিলে ,
রাস্তার অপর প্রান্তে ॥
আমার হাত তখনও নিসংগ ,
কারুর অপেক্ষায় প্রতীক্ষারত ,,
হয়তো অতীতকে আঁকড়ে বাঁচার প্রতিদান ॥
আমি ভিজছিলাম একা ,
তোমার উদ্বিগ্ন আড় চোখের চাহনী ,
আমায় কেমন শান্তির ঠাণ্ডা স্পর্শ দিয়ে গেল ॥
তোমার তাকে শক্ত করে ধরা ,
আমার দৃষ্টিকে জোর করে,
তোমার সাথে শুভ দৃষ্টিতে বাধ্য করল ॥
নেশাক্ত ঘৃণ্য পিশাচ হাসলো ,
ঠোঁটের কোণে এক চিলতে সূক্ষ্ণ রেখা টেনে ॥
তোমার ঘাম লাগা ঐ গলার ভাঁজে ,
ঠোঁট ভেজানোর অধিকার,
ছিনিয়ে নেওয়ার অপরাধ তোমার ॥
সব দায় মিটিয়ে দিয়েছিলাম তোমার ,
সেদিন সেই সচ্ছ তরলে॥
নিংড়ে পান করেছিলাম তোমার জীবন ,
গলে ছিল তোমার চেহারার সাথে সাথে ,
আমার মানুষের মত মুখোশ ॥
নোংরা নর্দমার কীট আমি ,
আমার থেকে হাজারের উৎপত্তি ,
ভিন্ন পরিচয়ে নিজেকে লুকাই ,
দৈত্য আমি ,, মানুষ নই॥