আবারও লিখতে চাওয়ার চেষ্টা ,,
হাজার চিন্তার মাঝে কখনো ,
নিজেকে হারিয়ে, কাউকে ভালোবাসার তেষ্টা ॥
ঘৃণা মানেই কাউকে মনে করার কারণ ,
অনেক মনের অভিযোগের পরও ,
তাকে নিজের করে চাওয়া আজ বারণ ॥
অনুরাগ ও তো কারুর দৃষ্টি আকর্ষণের জন্যই হয়,
নাজানি কখনও না বলা কথাগুলো ও ,
অকারণে তাকে আলতো করে  ছুঁয়ে যেতে ভয় পায়॥
ব্যথা  মনকে ছোঁয় , মন চিন্তাকে ,,
চিন্তা শব্দের সমুদ্র মন্থন করে,
লেখার জাল বোনে, আটক করতে আমাকে ॥
রাজপুত্রের দেশে যাবো , নেতা মন্ত্রীর মুণ্ড খাবো ,
প্রতিবাদের শেকড় উপড়ে ,
নিত্য দিনের অফিস ফেরত মৃত শরীরের ভার বইবো ॥
জানার কোনো শেষ নাই ,জানানোর কোনো সুযোগ নাই ,
নিজের দানে নিজে হেরে ,,
এই মোহের দুনিয়ায় ,অন্যকে জেতার চেষ্টা বৃথা তাই ॥