মেঘবালিকা ,
তুমি কেন আমায় ভালোবাসলে না ??
আমি উড়ে যেতাম তোমার হাত ধরে ,,
শরৎ এর কোন এক সকালে ॥
মায়ের বকুনি , বাবার রাগী মুখ ,
সব পেছনে ফেলে ভেসে যেতাম খোলা জানালা দিয়ে ,,
সেই যে ছোট বেলার একমুঠো রোদ ,
এসে পড়তো গরম ধোঁয়া ওঠা ভাতের ওপর ,
ওই রোদের সাথে আলাপ করিয়ে দিতাম তোমায় ॥
লুকোচুরি খেলতাম ছাদের সিঁড়ি ঘরের আলো আঁধারির মাঝে ॥
পাহাড়িয়া বাঁশি ,
তুমি কেন আমার বন্ধু হলে না ??
বেশ একসাথে গুঞ্জে উঠতাম পাথুরে দেওয়ালে লেগে॥
ছুটে বেড়াতাম তীক্ষ্ণ চঞ্চল শীতল বাতাসের সাথে ,,
পাইনের পাতার শরীর বানাতাম তোমার ,,
সুর তুলতাম একা পূর্ণিমা রাতে বসে ॥
এলকেশী ,
তুই কেন আমার সতীন হলি না ??
ঝগড়া হলে দিতুম আচ্ছা করে তোর সাজানো খোঁপা নাড়িয়ে ॥
বিকেলবেলা নূপুর বাজিয়ে  পায়ে,
তোকে শুনিয়ে  শুনিয়ে খিল দিতুম দোরে ।
মিথ্যে মিথ্যে সংসার পাততাম আমার মনের সাজানো সংসারে ॥
বনফুল ,
তুই কেন আমার জীবন হলি না ??
ফুটে থকতাম তোর  হাত ধরে কোন অযত্নে  বাড়া ঘাসের মাঝে ॥
দুলতাম ফাগুন হওয়ায় মাথা দুলিয়ে ,,
কোনদিন কোন দরিদ্র প্রেমিকের  চোখে ভালোবাসা হয়ে উঠতাম ,,
সাজিয়ে দিতাম তার প্রেমিকার খোঁপা আমার শেষনিশ্বাস ত্যাগ করে ॥