হারিয়ে যাছি আমি ,
     তিলে তিলে গড়ে ওঠা এই নগরীতে ,,
     সময়ের কাঁটা ঘুরছে ,
     তুই আর আমি যাছি ,আরো দূরে সরে ॥
     কত নদীর চোরা স্রোত ,
     আর নিস্তব্ধ , শান্ত দুপুর বেলা ,,
     কখনো ভাবিনি আমি,
     আরো একটা দিন তুই ছাড়া ॥
দেখ হারিয়ে যাছি আমি ,
     নোনা দেওয়ালে চেনা স্পর্শ লাগা ,,
     তোর এলোকেশে আমার গন্ধ মাখা ।
     নীল ঘুড়ির ফিতে ,
     আজ আবার আকাশ যাচ্ছে ছুঁয়ে ,
     আর আমি রয়ে গেছি ,
     তোর পুরোনো অপেক্ষা হয়ে ॥
কোথায় হারিয়ে যাছি আমি ,
      কত পাহাড় ,আর কত জ্যোৎস্না মাখা তারা ,,
      কত পৃথিবী , তবুও আজ আমি ঘর ছাড়া ॥
      তুই বাড়িয়ে রেখেছিস হাত,
      আশায় আছিস হয়তো ফিরব বলে,,
      আমিও খুঁজছি পথ ,
      নিজের তৈরি চেনা ধাঁধার গোলে ॥
সত্যি হারিয়ে যাছি আমি ,
      তোর নাম লেখা শিলালিপি নিয়ে ,
      কত খেয়া ঘাট পেরিয়ে যায় নৌকা ,অচেনা অতিথি হয়ে ॥
      তালপাতার সেপাই ,
      আর বিছানায় মায়ের গন্ধ লাগা ।
      পথে পড়ে থাকে ,
      আমার বিকেলের আলো মোড়া, শেষবেলাটা ॥
খুঁজিস না আমায় আর ,
       আমি তোর মাঝে গেছি হারিয়ে ।
       চাইলে জড়িয়ে ধরিস  ,
       চলে গেছে ঝড় , শেষ প্রেম লাগা প্রদীপটুকু নিভিয়ে ॥