আজ তাকে দেখলুম ,,
মনে হল, না জানি কত যুগের পরিচয় তার সাথে ,
এলোমেলো হওয়ার দাপটে ,
তার ভেজা এলো কেশ, অচেনা কোন খেলায় মাতে ॥
তার সাদা শার্টের গন্ধ ,
তড়িতের ন্যায় আকর্ষণ, তার কাজল রাঙানো চোখে ,,
তার কানের দুলে হিন্দোল তোলে ,
মিষ্টি দুরন্ত হাসি তার চপল দুই ঠোঁটে ॥
মনে পড়ল অনেক বছর আগের কথা ,,
কাজল ভরানো দুষ্টুমিতে মাখা চোখ ছিল তারও ,
তার সালোয়ারের চেনা প্রতিটি সূঁতো ,
আমায় প্রেমে মাতাল করে তুলতো আবারও ॥
কত বেসামাল গিটারের টুংটাং ,,
কলেজের ক্যান্টিনে অকাল বসন্ত ,
সারা দিনের হাজার ব্যস্ততার পরও ,
তোর দেখা পাওয়া বিকেলগুলো ছিল অক্লান্ত ॥
দিন ফুরিয়ে গেল,,
ভালোবাসা বাঁধলো সাজানো অলীক সংসার ,
আমার মাঝেই হারালি তুই ,,
প্রেম হল, দেরাজে সাজানো মেকি দেখন্দারি অলংকার ॥
প্রেম হারালো তার চেনা পথ ,,
আমি লুকালাম তোমার মাঝে ,হে তিলোত্তমা ,,
আজকে হটাৎ আবার তাকে দেখলুম ,,
বিদায় প্রেম ,তবু বলে যাই '' শুভরাত্রী প্রিয়তমা'' ॥