উন্মুক্ত আকাশ আর উদ্দাম শহর ,,
রাত্রির চাঁদোয়া টানা কনসার্ট ,,
নেশা তোলা গিটারের তার গুনছে প্রহর ॥
ড্রামের প্রত্যেক প্রহার স্পন্দন তুলছে মৃত শরীরে ,,
গলা চেরা জীবনের গান ,
ছন্দ মেলাচ্ছে আলোর আবীরে ॥
হানা দিয়ে যায় সুর মাখা কথা ,,
ক্লান্ত চিন্তার রেস কাটে,
স্ট্রিট লাইটের প্রেম মাখা নেশাক্ত মাথা ॥
ধোঁয়া টানা মগজে বাস করে সুর ,,
বেকার ছেলেটার গলায় ,
ফসিলস্ এর পুরানো দুপুর ॥
ট্রাম লাইন হোক বা কফি হাউস,,
কলিকাতার অলিগলি ,,
সর্বত্র আলপিন মাখা গানের ফানুস ॥
ধোঁয়া ওঠা ,চুল ওড়া ,ঘাম মাখা ভীড় ,,
একা দাঁড়িয়ে থাকা প্রত্যেক মনে ,
একা গায়ক হানছে বিষাক্ত তীর ॥
জীবন চলছে রোজ নিজের মতো ,,
আজ না হয় সুরের তালে ,
জীবনটাকে একবার বেঁচে নেওয়া যেতো ॥