ভরে আছে নয়ন তোমার,
চোখের জলে ভেসে।।
আমার একলা দুপুর কাটছে দেখো,
তোমায় ভালোবেসে।।
বৃষ্টির জল গড়িয়ে পড়ে,
তোমার কাঁচ ঘেঁষে।
দেখা হবে ,কথা দিলাম,
এই পথ চলার শেষে।।
হলুদ গাড়ির হর্নের আওয়াজ,
আজ হয়তো ভুলেছে শহর।
গলির বাঁকে আজও জানো,
পুরনো প্রেম গুনছে তার প্রহর।।
তোমার গন্ধ লাগা শাড়ীর আঁচলে হাত মুছে,,
গরম কফির মগে তোমার আদরের চুমুক।
তুলছে শিহরণ আমার ঠোঁটে,
মনের গভীরে দাগ কাটছে চাবুক।।
আকাশে হয়তো এখনও
অনেক পায়রার ওড়ার বাকি।
এখনও অনেক কৈশোর,
গোঁফের রেশকে দিচ্ছে ফাঁকি।।
রিনঝিনে বর্ষার সকালে,
ভেসে আসা তোমার সেতারের সুর।
উদ্দাম শ্রাবণের ছন্দে ,
নেচে ওঠা আমার মাতাল নূপুর।।
সংসারহীন, বন্ধনহীন ভালোবাসা,
উন্মাদ, আকাশের মতো উন্মুক্ত।
রুক্ষ ধরিত্রীর মাঝে আমি,
ভেজা কিশোলয়ের মতো নিজের প্রেমে মত্ত।।