তুমি বললে , 'আসি'।
আমি ভাবলাম তোমায় যেতে দিলে,,
তুমি বুঝবে কত ভালোবাসি।।।
তুমি শুধু বললে ,,এবার তবে আসি।।
আমিও তোমার একলা আকাশের জ্যোৎস্না হতে পারতাম,,
চুমু খেয়ে যেতাম তোমার তৃষ্ণার্ত চোখে ।
আমিও তোমার রঙিন কালো দীঘির জল হতে পারতাম,,
একলা স্নান ঘরে দাঁড়িয়ে থাকতাম, তোমাকে অষ্টেপৃষ্ঠে মেখে।।।
তোমাকে চাওয়ার আর পাওয়ার মাঝে কত তফাৎ,,
বোঝাতো নিসংগ পুজোর রাতগুলো।।
অঞ্জলিতে তুমি সবার হতে,,
সন্ধ্যা পুজোয় মিশতো ,আমাদের শরীরের গন্ধ গুলো।।
একদিন হঠাৎ কেটে গেলো ,,
ঘুড়ির আলগা সুতো খানি,,
তোমায় মাখা তোমায় রাঙা ,,
আমার না শুখানো আঘাত খানি।।