অবশেষে বৃষ্টি এলো ঘরে ,,
আমার খোলা জানালা দিয়ে,,
ভেজা ভেজা মাটির সোঁদা গন্ধ ,
আর ঝড়ো বাতাসের খুনসুটি ।
ছোটবেলার বিকেলের কালবৈশাখী ॥
অন্ধকার জানালায় তখন  হ্যারিকেনের আলো ,
ঠাকুমার গুনগুনিয়ে ওঠা সেই  পুরোনো সুর ,,
মুড়ি বাদামের সাথে আমতেলের স্বাদ লাগে অমর্ঘ্য  ,
শিরশিরে ঠান্ডায়  একটু চাদরের ওম ,
অঙ্কের চোখ রাঙানি হার মানছে তখন ঘুমের কাছে ,
বাইরে মেঘের গুড়গুড়ে আওয়াজ ,
মনের ঘাসফড়িং শ্রাবণের সংবাদ আনে ।
এলোমেলো জানলার কাঁচে বইছে জলের রেখ ,
ছোট্ট আঙুল কাঁচা আঁকিবুঁকি দাগ কাটে ,,  
কাগজের কত নৌকো,ভেসে যায় ডানা মিলে ,
হারানো চোরা স্রোতে , স্বপ্নের দাঁড় টানে ॥
হারিয়ে যায় সময় , হারায় কত মানুষ ,আর হারিয়ে ফেলি নিজেদের গল্প ,
অনেক স্মৃতির মাঝে একটা কালবৈশাখী আজ  রেখে যায় নিজের রেশ অল্প  ॥