তব করিতে করিতে দেহ রচনা ,,
না পাইলে মিল মনের সহিতে ..
অঙ্গ প্রত্যঙ্গ হেরি ,,
কহ তুমি পুরুষ আমারে ..
না পাইলাম সুখ ,,
এই নারী মনে ..
দিবস রজনী জপি মালা তব ,,
প্রেম নাহি দিলে ধরা এ জনমে ..
সন্তান সম প্রসব বেদনা ,,
কেন খোলো আবরণ মোর নগ্ন বাজারে ..
ভিন্ন কারাগারে বন্দিনী আমি ,,
তবু ডানা মেলি উড়িবার তরে ..
কৃষ্ণ প্রেমে চৈতন্য হৃদয় ,,
প্রেমিকা হওয়া কি কেবল রাধার সাজে ??
সভ্য সমাজের সভ্য মানব তুমি ,,
লেলিহান লালসা তোমার তীব্র চাহনে ,,
সকল ঘৃণা শুধুই আমার তরে ,,
জাগ্রত অশরীরী আমি নব জাগরণে ..
গুরু শিষ্যের শেষ পাঠ ,
ধনী নাহি হও নাহি লাজ ,,
মানুষ তব হোয়ও সখি ,,
মানব মন বুঝিবার তরে ।।
এই মানবীর রোদনে ,, না জানি কোন পিশাচ ও জাগে ,,
হে ঈশ্বর তুমি,, জাগিবার দিন আসিবে কবে??
সন্তান আমি সন্তান ওরাও ,,
কবে মোর গৃহ ওদের ও হবে ??
প্রস্তুত আমি অস্ত্র গ্রহণে,,
শিব রূপে তব মহিষাসুর দমনে ॥