আমি, বিনা প্রয়োজনে তোমার জীবনের এক কোণে লেগে থাকা ধুলো ,
যার অস্তিত্ব একমাত্র চোখের অস্বস্তিকর অনুভূতির মাঝে বর্তমান ॥
আমার তোমাকে বিরক্ত করা কথাগুলো, না জানি কেন তোমায় ছুঁতে পারে না ,
তোমার উপেক্ষা, মৌমাছির মতো হুল ফোটায় আমার সারা শরীর জুড়ে ,,
নিদারুন বৃষ্টি নামে মন জুড়ে, বিনা কালো মেঘের গুড়গুড় ডাকে ॥
অফিস ফেরত ক্লান্ত শরীর প্রতি বিকেল তোমার বাড়ির গলি দিয়ে হাঁটে ,,
তোমার বারান্দা দিয়ে তোমার সেই পাগল করা হাসির আওয়াজ ভেসে আসে ,
আমার অভিমান হয় , শুধু ভাঙানোর মানুষটাকে বলা হয়ে ওঠে না ॥
আমার কষ্ট হয় ,তোমায় লেখা চিঠিগুলোর কোনো উত্তর না পেয়ে ,
আমার ও তোমাকে ছুঁতে ইচ্ছা করে ,,কিন্তু তার অধিকার পাই কই বলো ,,
আমার কানের দুল , আমার ছোট্ট কালো টিপ , আমার গোলাপী শাড়ি ,,
সব তোমার গন্ধ লাগার অপেক্ষায় পড়ে থাকে খোলা জানালার পাশে ॥
শুধু তোমার একবার বলার অপেক্ষা " আমি কেউ তোর নই ",,
তোমাকে ছেড়ে যাওয়ার সম্মতি দেওয়ার অধিকার যে শুধুই একমাত্র তোমার ॥