মুখপুস্তিকা, বড়ো মানান সই নাম,
মুখোশ কিন্তু মুখেই পরে,,
ঠিক যেন চিঠি ছাড়া খাম।।
কারুর সাথে আলাপ হয়,
কারুর সাথে অভিনয়।
কারুর সাথে প্রেমের শুরু,,
কারুর আবেদন সবিনয়।।
কখনো সুখের ভাগাভাগি,
নাই বা জানলো পরিচয় ,,
কখনো তারই উপর অভিমানে,
একটা জীবন শেষ হয়।।
মুখপুস্তিকা, দেখতে ভালো আকর্ষণময়,,
মনের অন্ধকার যতই থাকুক।।
সুখের ছাপ মিথ্যে ছবিময়।।
নগ্ন তনুর হাজার ভিড়ে,,
চাপা পড়া মিষ্টি হাসি।।
কামনা রসে তনুই সেরা,,
কালো মায়াবী চোখটা বাসি।।
নাইবা শুনলো মনের কথা,,
পাশের মানুষ ও কি তা শোনে,,
মিথ্যে শান্তনাকেই আঁকড়ে ধরে,
কল্পনার জাল বোনে।।
মুখপুস্তিকা, বেজায় জটিল,,
জীবন তার চেয়েও জটিল ময়।।
কি জানি এই জাল ছাড়াতে গিয়েই ,,
কাছের মানুষ আজ চেনা কেউ নয়।।