=
রোদে'র নির্বাসনে যাবা'র দিন-গুলো, ঘনিয়ে আসতে না আসতে'ই, আমি পূর্ববৎ শীতলে'র কানা-ঘুমে, আচ্ছন্ন হয়ে পড়ি৷ দিন-গুলো,  ছোট্ট পিঁপড়া হয়ে পড়ে৷ যা- আদিম প্রস্থে, বিচ্ছুসম ছিলো৷ বুকে'র আগুন ঘরে, আগুন জ্বেলে, শীত-রাত্রি পারে'র বন্দোবস্ত, এখন- সৌখিনতা'র পিঞ্জরে৷

সময়-গুলো উম-জাত৷ দিনে'র সূর্য-হীনতা আর- রাতে'র বিষাদ উমে তা দিতে দিতে, আমার কেটে যায়- শীত রজনী-দিবসে'র বিষণ্ণ ক্ষণ-গুলো৷

কখনো রোদ-বিহীনতা আর- জৈব-বিহীনতা'র মাঝে, যোগ-সূত্র খুঁজে পাই-না৷৷
=

রচনা-সময়ঃ ২০১৪-২০১৫ এর যে কোনো সময়৷
=
সংশোধিতঃ দাড়ি, কমা, বিরাম-চিহ্নে৷
=