=
সত্যি সেলুকাস, কি বিচিত্র এই ধরণী,
আর তার প্রপাগান্ডা।
সাগরের তলদেশ হতে তুলে আনা
মুক্তো-কে ভাবে ঝলসিত।
আর- নুড়ি হতে তুলে আনা
অ-বাঞ্ছিত নূর দেখিয়ে বলে-
দেখো দেখো এই-তো শ্রেষ্ঠ।

মালকা বানুর দেহের সিঞ্জনের সাথে
দেহের সিঞ্জনই মেলানো যায়।
হৃদয়ের ঐশ্বর্য সুধাপানে
কে কবে মত্ত হয়েছে তাতে?

ভালোবাসার চাদরে আচ্ছাদিত হতে
আবেগের ম্যামো লাগে।
আর জ্ঞানের বিকাশে রপ্ত হতে
বুদ্ধি-দীপ্তির সৌকর্য লাগে।
হায়, এখন আর তার কৌমার্যের
হদিস নেই পৃথিবী-তে।
ভেরি স্যাড, ওয়ার্ল্ড।
ভেরি স্যাড, ওয়ার্ল্ড।।
=
ম. প্র. (১৮/০৫/২০২৪)
=