=
ভাষা আর- তার অন্তরীণ মাধুরী'র নির্যাস ।
সব প্রাণে মনে
জীবন্ত আখ্যান হয়ে থাক । এক-বার ঘটে যাওয়া
বিদ্রোহ হৃদয়-পাঠ মমত্বে'র ঘরে,
লালন সম্রাট বহমান হয়ে যাক ।
কান্না'র বীতে যাওয়া মেহনত থমকে না দাঁড়াক ।
আন্দোলনে'র প্রমুখ-গণ
স্মৃতি'র ফুল ছড়াক । সমাহারে'র কাছে
পৃথিবী সমন্বিত কন্ঠ উড়াক ।
ঐতিহ্য আর- সংস্কৃতি বাংলা বর্ণে'র ভার ব্যারাক ।।
=
ম. প্র. (২৭-০১-২০২২)
=