=
ওনা'র ধৈর্য দারুণ, এক-কথায়৷
বৃষ্টি-কে, বৃষ্টি ধরেন-না, ধরলে-
হয়-তো স্নাত হয়ে উঠবেন, ভেবে৷
কবি-কেও ছাড়েন-না, রঙ্গ করতে৷
মন-ভঙ্গ করেও হার্দিক হন- অ-বিরত!
জানি-না, কী বুঝে ভেবেছিলেন, যা তা!
অথচ- আদর ছড়ান, অবশ্য- অনবরত!
জীবনে'র কিছু- নিয়ম থাকে, মানুষে'র জন্য৷
সে নিয়মে, ওনা'র ভালোয়- আলো উচ্ছন্ন!!
=
রচনা-সময়- ২২-০৩-২০১৯
=