=
উৎসবে'র আলোয় মুহাদ্দিস হতে, মন কার- না চায় ? কিন্তু- এখানে জীবন
জ্যামিতি'র কাছে, ঠকে যায়- বিবৃতি । পথ বুড়ো হলে, তার গায়ে- আঁচড়ে'র শব্দ
বাজে, প্রতিনিয়ত । খল চরিত্র-গুলো উপচেপড়া ভীড়ে'র মতো- কেনো যে- বারবার
মুঠো কেড়ে নেয়, জানি-না ! পরিণতি'র ঘরে- উৎসবে'র আলো'র খিড়কি-টা খোলে-না !
বিশদে'র কাছে নম্রতা'র কবর হয়ে গেছে । তবু- বিষে'র খনি-তে পুড়ে, এখন-
মহল্লা খাঁটি । জ্বলা ভুমি-গুলো-তে নতুন ফসলে'র আমন্ত্রণ টের পাচ্ছে, সভ্যতা ।
উৎসবে'র শৈশব প্রহরা- হাঁটতে শুরু করে দিয়েছে, পাঞ্জেরি'র পথে । মাশুকা'র
আগমনে আর- বিবর্তনীয় ফল-বলে ভরে যাবে- এক-দিন ক্ষত, নিপীড়ন আর-
অনুৎসা'র বিবরণ । যদিও ইতিহাস তারে বুকে'র কায়দায়- লিখে নিয়েছে, প্রকৃতি'র
লগ্ন মগ্নে ।।
=
ম. প্র. (৩০-১১-২০২১)
=