=
এক-খানা বিষাক্ত আপেল হতে,
বিষ ছাড়িয়ে নিতে, যে- কষ্ট ?
সে- কষ্টে'র সারদীয় সব-টুকু দিলাম-
জন্ম-দিনে'র উপহার হিসেবে ৷
তার অধিক বিত্ত-জনিত প্যাটার্ণ-
এ মগজে, মহি-রুহ হয়-না ৷
দেখো- হিসেবে, হিসেব মেলাতে যেয়ো-না ৷
শুধু- উপহার'- এর আদর-টুকু সঁপো- প্রাণে ৷৷
=
ম. প্র. (১৪-০২-২০১৭)
=