=
চর্চা আর- চর্যা
এক-পদ নয় ।
পদে'র ইতিহাস
কালে'র চর্যাপদ ।
ভাষা ও সাহিত্যে'র
শিকড় মেন্যু ।
চর্চা- চর্চিত হতে,
মানুষে'র অভ্যুদ্বয় ।
লালনে পালন বাড়ে,
সময়ে'র আদিত্য ।
চর্চায় খামতি
পদে'র বিবর্তন উৎস ।
মেটাতে একালে'র
চর্যাপদ ধরেছে, হাল ।
উপহারে'র মাস'
ঘোষনা করেছে, বই ।
কাল গেলে,
তাল হারায়- পৃথিবী ।
ফেরাবার পথ খোঁজা-
থান আঁতুড়ি ।
বিলুপ্তি-কে ফিরিয়ে আনা-
যুধিষ্ঠিরও কর্ম নয় ।
ভোর হতে হতে,
যখন- সূর্যোদয় গায়েব ।
তখন- পেণ্ডুলাম হয়ে-
পথে'র বরফি-তে,
বই বিতরণ করলে'ই
সময়ে'র উপহার হয়-না ।
মগজ-তো ডাটাবেজ হয়ে-
হয়েছে, মন-রূপান্তর ।
কালে'র রূপান্তর হয়-নি,
চর্যাপদে'র অণু-বরে'র ।
কেউ মানুক আর-না মানুক,
একালে'র উপহার-
বইয়ে'র ঐতিহ্য দখল করেছে,
স্মাট-মোবাইল ।
স্বাদে'র রকম-ফের
পৃথিবী'র মুখ বদলায় ।
বইয়ে'র উম অনলাইনে,
যদিও ওমর বাড়ায় ।
রাতে'র রশ্মি দিনে'র উষায়-
মিলিয়ে যায় ।
পেছনে'র ছায়া-
আলো'র বর্ষায়
লুপ্তে নিয়ে যায় ।
বই বিনোদে'র বাঁতিঘর ছিলো-
দীপ-হীন সেকালে'র ।
স্মাট-মোবাইল বিনোদ-কুম্ভ
আব্দিক একালে'র ।।
=
ম. প্র. (১২-০৯-২০২১)
=