=
প্রতি-টি কবিতা'র জন্য'ই তুমি দায়ী...
তোমার জন্যে'ই প্রতি-টা কবিতা'র জন্ম ৷
-------
যেভাবে যে- গণিতে'ই বলি-না, কেনো-
তোমাকে দিয়ে, যদি- এক-দিন ক্যাম্প তৈরী না হতো?
এ পাথর হৃদয়ে, কখনো- কবিতা'র সেনানী'র উদ্ভব হতো-না ৷
বছর বছর গোনে, কবিতা'র বয়স- সাতাশে কদম ফেলতো-না ৷
-------
এখন- কবিতা' কবিতা'র সংসদে নির্বাচন করতে, প্রস্তুত ৷  
তুমি নেই, অথচ- তোমার সৌরভ মুছে দেয়-নি, কবিতা'র পথ-চলা ৷
-------
যুদ্ধ নয়, শান্তি'র ছত্রছায়ায়- জীবন-কৌশল নির্মাণে করেছো- আশেরা ৷
জয়-পরাজয়ে'র হিসেব যেখানে নেই, সেখানে কী করবে, সম্পাদিত আরশোলা?
=
ম. প্র. (২৭-০৭-২০২০)
=