=
স্মরণে'র কূপ খনন করে-
রাখি-নি, যে- ভড়কে যাবো !
ঝিম মেরে বসে যাওয়া-
স্মৃতি-কে অ-স্বীকার কই করি ?
সময়ে'র পার্বণে সেও ফিরবে-
জানি, মধু-বান অর্পণে ।
কিন্তু-
এমন দিল-খোয়ানো খবর,
কে দেয়- মিঠাকরি ?
যুগে'র অপেক্ষায় যে থাকে,
ফুল-নন্দন বাসরে'র মজমা হতে !
এক-দিন আচমকা সে- এসে বলে,
হৃদয়ে'র ঘর নিয়েছি, খুঁজে !
দেনা-পাওনা'র হিসেব কী- আছে,
যে- বুঝিয়ে দিতে হবে ?
বলেছি,
সুখে'র পালকে পল্লব-বহর যেনো-
ছুঁয়ে থাকে, তোমার মোকামে ।
আমার আবির্ভাব- পৃথিবী'র রূপ-রং
বদলে দিক বা- না দিক, নিরবে ।
তোমার বিরতি'র অন্তর্ধান- তোমাকে,
মন-রাজস্ব বিনোদ করুক, সমানে ।
আমার সারা- অন্তর-জানকি-তে
তার দয়া'র দলিল- তোমাতে'ই মিলাবে ।।
=
ম. প্র. (২৮-০৭-২০২১)
=