=
ঘণো ঘণো প্রস্রবণে, এক-টা সাম্পানিক হ্রদ'- এর জন্ম দিয়েছিলে ৷
সময় আর- মন মোতাবেক'- এর ফোকরে পরে, থমকে গেলে !
কী আছে লেখা- হৃদয়'- এর বীজ-তলায়, যা- রাখো লুকিয়ে ?
ঝিনুক'- এর মুকতো ছিনিয়ে নেয় যে, সে হবে- হয়-তো পথিক ৷
হৃদয়'- এর মানস-পটে, যে প্রেম'- এর চিত্র আঁকে, সে প্রেমিক ৷
এক-টু এক-টু করে, পাশ খুলবে দ্যোতনায়- তুমিও এক-দিন ৷
স্বর্গে'র ঐশী-গুলো মেলবে, ডানা- তোমার পাদ-দেশে, অ-কৃত্রিম ৷
লক্ষ্য-চ্যুত হবে-না সে-দিন বুঝবে, আমিও রয়েছি, তোমার- অন্তরীণ ৷৷
=
ম. প্র. (২৪-০৫-২০২১)
=