=
ডাক-টা যাই থাকুক, বলা ৷
অন্তরে যে- তার ভালোবাসা ৷
বার-বার সে- প্রমাণ দিয়েছে ৷
তিন তেরো- উন-চল্লিশ গুণে ৷
ভালোবাসা-টা চেনা যায়- কিসে ?
মান-অভিমান'- এর খেলা- দিয়ে ৷
জুড়ে গেলে, ছুটে যেতে চায় ৷
ছুটে গেলে, জুড়ে যেতে চায় ৷
পরিণতি যাই থাকুক, বেলায় ৷
এই সিলসিলা চলতে যায়, চলতে যায় ৷৷
=
ম. প্র. (২৩-০৫-২০২১)
=