=
চোখ নিভালেই দমকলের মতো
ছুটে আসে বৃত্তময় দুচোখ।
নিঃস্পলক চেয়ে থেকে তুলে দেয়
হলুদ খামে কবিতার জোঁক।

চেখে নেয় মোহনরস গেঁথে দেয়
নেশার বশ আঙুলডগার উল্কিতে
নাথের বিচ্ছেদ পাপড়ির কলহে।
=
ম. প্র. (০৬-০৫-২০২২)
=